ABP News

Champions Trophy 2025: আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, হেডকে আটকাতে কী পরিকল্পনা?

Continues below advertisement

ABP Ananda Live: রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনাল। মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই হেভিওয়েট দল - ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। আর সেই ম্যাচের আগে বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া।

চোটের জন্য সেমিফাইনাল ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট। তাঁর পরিবর্তে হয়তো ট্র্যাভিস হেডের সঙ্গে ইনিংস ওপেন করবেন জেক ফ্রেজার ম্যাকগার্ক।

ভারতীয় একাদশ নিয়েও জোর জল্পনা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছন্দে থাকা পেসার হর্ষিত রানাকে বসিয়ে খেলানো হয়েছিল বরুণ চক্রবর্তীকে। কেকেআরের বিস্ময় স্পিনার দুরন্ত পারফর্ম করে দিয়েছেন। ৫ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা। সেমিফাইনালে কি হর্ষিতকে ফেরানো হবে? নাকি মহম্মদ শামি ও হার্দিক পাণ্ড্যকে নতুন বলের দায়িত্বে রেখে তারপর চার স্পিনারের স্ট্র্যাটেজিতে অজি-বধের কৌশল নেওয়া হবে? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram