লকডাউনে কীভাবে হবে চুনী গোস্বামীর শেষকৃত্য? ‘মাননীয়া’ পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে
প্রয়াত প্রবাদপ্রতিম ফুটবলার চুনী গোস্বামী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় ফুটবলের সর্বকালের সেরাদের অন্যতম তিনি। বৃহস্পতিবার সকালে অসুস্থতা বোধ করায় এসেছিলেন হাসপাতালে। বিকেল ৫.৩০ নাগাদ মৃত্যু হয় তাঁর। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু, জানিয়েছেন পরিবারের মানুষ।
Tags :
Footballer Chuni Goswami Dead Legend Chuni Goswami Death Chuni Goswami News Chuni Goswami Age Chuni Goswami Footballer Chuni Goswami