Copa America Final: মার্টিনেজের গোলে কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। ABP Ananda Live

Lionel Messi: কলম্বিয়ান ডিফেন্ডারের কড়া ট্যাকলে গোড়ালিতে চোট। ব্যথায় কাতরাতে কাতরাতে মেসি মাঠ ছাড়তেই নীল-সাদা সমর্থকদের কপালে ভাঁজ। LM10-এর চোখে জল। কিন্তু, শেষ পর্যন্ত লওতারো মার্টিনেজের গোলে বাজিমাত নীল-সাদা ব্রিগেডের। এক্সট্রা টাইম শেষের আট মিনিট আগে মার্টিনেজের একমাত্র গোল। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা খেতাব ধরে রাখল মেসি ব্রিগেড। রেকর্ড ১৬ বার কোপা-জয়। চ্যাম্পিয়ন হয়েই আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন ডি মারিয়া। : জার্মানির বার্লিনে লাল বিপ্লব!  ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবার ইউরো সেরা স্পেন। আবারও ফাইনালে স্বপ্নভঙ্গ হ্যারি কেনদের।  প্রথম দল হিসাবে ইংল্যান্ড একাধিক ইউরোর ফাইনাল হারের অনভিপ্রেত রেকর্ডটি নিজেদের নামে করল। ২০১২ সালের স্পেনের ইউরোজয়ী দলের একমাত্র সদস্য যিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ১২ বছরের ব্যবধানে ফের তাঁর হাতে উঠল মহাদেশ সেরার ট্রফি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola