করোনা আবহে অনুশীলন শুরু মহমেডান স্পোর্টিং ক্লাবের
ময়দানে ফিরছে ফুটবল। করোনা আবহেই দেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে অনুশীলন শুরু করল মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের মাঠেই শুরু অনুশীলন। এরপর প্র্যাক্টিস চলবে কল্যাণী স্টেডিয়ামে। সরকারি বিধি ও ফিফার গাইডলাইন মেনে চলছে অনুশীলন। কারও সংক্রমণ ধরা পড়লে কল্যাণী স্টেডিয়ামেই আইসোলেশনের ব্যবস্থা।