Richa Ghosh: রিচা ঘোষকে ৩৪ লক্ষ টাকা পুরস্কার CAB। সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী, সৌরভ, ঝুলনরা

Continues below advertisement

ABP Ananda LIVE: বিশ্বজয়ী রিচা ঘোষকে সম্বর্ধনা জানাল CAB. সোনার মেয়ের হাতে তুলে দেওয়া হল সোনার ব্যাট-বল। সেই সঙ্গে রাজ্য পুলিশের DSP পদে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী, দেওয়া হল 'বঙ্গভূষণ' সম্মান। একদিন রিচাই হবেন দেশের অধিনায়ক, বিশ্বজয়ী ক্রিকেটারকে শুভকামনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও CAB সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

'যারা SIR-কে NRC বলে মুসলিমদের তাতাচ্ছেন, তাঁরাই কিন্তু SIR অ্যাকসেপ্ট করেছেন', TMC-কে আক্রমণ শানালেন শুভেন্দু

রাজ্যে চলছে SIR। আর তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। SIR-এর সঙ্গে NRC-কে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা কড়া জবাব দিয়েছে তৃণমূল।

ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পারদ দিনে দিনে চড়ছে। SIR-NRC আতঙ্কে একাধিক মৃত্য়ু এবং আত্মহত্যার অভিযোগকে হাতিয়ার করে সরব তৃণমূল। পাল্টা তাদের বিরুদ্ধে মৃত্য়ু নিয়ে রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। এই আবহে SIR এবং NRC-কে পরস্পরের সঙ্গে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "২১-এর নির্বাচনেও তিনি CAA-কে NRC বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর যে নেতারা রয়েছেন, যাঁরা প্রকৃতপক্ষে না হিন্দুর উপকার করেছেন, না মুসলমানের উপকার করেছেন। লাগাতার SIR-কে NRC বলা, SIR করতে না দেব, এই প্রচার হুমকি দেওয়া এবং BLO থেকে শুরু করে নির্বাচন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি (মুখ্যমন্ত্রী) আক্রমণ চালিয়ে গেছেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola