Champions Trophy:আমদাবাদের বদলা দুবাইয়ে, অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

ABP Ananda Live: পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। টানা তিনবার আইসিসি-র এই মেগা ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ কারা? নির্ধারিত হয়ে যাবে বুধবার। যেদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

 

দাঁইহাটে ভোটার কার্ডের পর এবার সিউড়িতে আধার কার্ডে গরমিল!

দাঁইহাটে ভোটার কার্ডের পর এবার সিউড়িতে আধার কার্ডে গরমিল! ভোটার কার্ডের পর এবার ভূতুড়েকাণ্ড আধার কার্ডে ! বীরভূমের সিউড়িতে একই পরিবারের দাদা-ভাইয়ের আধার নম্বর এক! ১০ বছর ধরে সমস্যার সিউড়ির মাহারা পরিবার। আধার নম্বর নাম এক থাকায় মিলছে না একাধিক সরকারি প্রকল্প। বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা অভিযোগ পরিবারের। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলাশাসকের। জেলার ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে প্রতিক্রিয়া জেলা তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola