Rishabh Pant: গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ার কারণেই কি দুর্ঘটনার কবলে পন্থ? Bangla News
ভয়াবহ দুর্ঘটনায় আহত ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ। দিল্লিতে ফেরার সময় উত্তরাখণ্ডের রুরকির কাছে ঋষভের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন ভারতীয় ক্রিকেট তারকা। দুর্ঘটনার সময় গাড়িতে আগুনও লেগে যায়। সূত্রের খবর, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটে। ঋষভ পন্থকে প্রথমে রুরকির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ঋষভের প্লাস্টিক সার্জারি করা হবে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ঋষভের।
Tags :
Cricketer Car Accident ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital Rishabh Pant ABPAnanda BanglaNews