Ravichandran Ashwin: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

International Cricket: বর্ডার গাওস্কর ট্রফির ভারতীয় দলে ছিলেন অশ্বিন। অ্য়াডিলেড টেস্টে মাঠেও নেমেছিলেন। কিন্তু আহামরি পারফরম্য়ান্স ছিল না। এবার আচমকাই সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিশ্বজয়ী স্পিনার।

 

ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই আচমকাই রোহিতের সঙ্গে সাংবাদিক বৈঠকে চলে আসেন অশ্বিন। এরপরই নিজের সিদ্দান্তের কথা জানিয়ে দেন তামিলনাড়ুর স্পিনার। দেশের জার্সিতে ১০৬ টেস্ট খেলা অশ্বিন বলেন, ''এটাই আমার ক্রিকেটার জীবনের শেষ দিন ছিল। আমি আর ক্রিকেটার হিসেবে কোনওদিন মাঠে নামব না। সব ধরণের ফর্ম্য়াট থেকেই অবসর নিচ্ছি। দুর্দান্ত একটা সফর ছিল আমার কাছে। রোহিত, বিরাটদের পাশে পেয়েছি। ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে। তাই ক্রিকেটার হিসেবে না হলেও ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকার চেষ্টা করব।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola