কোয়ারেন্টিনের মধ্যে মাঠে গোপনে অনুশীলন, সতর্ক করা হল রোনাল্ডোকে
পর্তুগালে কোয়ারেন্টিনে থাকাকালীন লকডাউনের তোয়াক্কা না করেই স্টেডিয়ামে গোপন অনুশীলন। আর তা নিয়ে ফুটবল দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, অনুশীলনের জন্য সরকারি অনুমতি নেননি তিনি। এ নিয়ে সতর্ক করা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। করোনার আশঙ্কায় বিশ্বজুড়ে ফুটবলের যাবতীয় টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার অনেক আগেই অবশ্য নিজের অসুস্থ মাকে দেখতে পর্তুগালে ফিরেছিলেন রোনাল্ডোকে। তাঁর সতীর্থ করোনায় আক্রান্ত হওয়ায় পর্তুগালে কোয়ারেন্টিনে থেকে গিয়েছিলেন তিনি। লকডাউনের মধ্যে নিজের বাড়ির কাছে মেদিরা স্টেডিয়ামে তাঁকে অনুশীলন করতে দেখা যায়। মেদিরার স্বাস্থ্য সচিব পেট্রো রামজ জানিয়েছেন, লকডাউনের মধ্যে অনুশীলন করতে বিশেষ অনুমতি নেননি এই ফুটবল তারকা।
Tags :
Madeira Stadium Portugal Player Not Following Lockdown Rules Cristiano Ronaldo Practicing Coronavirus Latest News Footballer Cristiano Ronaldo Sports Football Abp Ananda Lockdown Coronavirus Covid-19