Ashwin Exclusive: বাকি আর আট, ভাজ্জিকে পেরনোর সুযোগ, কী বলছেন অশ্বিন
Continues below advertisement
আমদাবাদে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে মাত্র ৩ দিনের ভেতর দুরমুশ করেছেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেললেন কোহলিরা। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের নেপথ্যে অন্যতম কারিগর অফস্পিনার আর অশ্বিন। আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্টে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছেন অশ্বিন। চার টেস্টে মোট ৩২ উইকেট নিয়ে সিরিজের সেরাও হয়েছেন তিনি। টেস্টে তামিলনাড়ুর অফস্পিনারের ঝুলিতে এখন ৪০৯ উইকেট। তাঁর সামনে এখন হরভজন সিংহ। টেস্টে যাঁর উইকেটসংখ্যা ৪১৭।
Continues below advertisement
Tags :
Ravichandran Ashwin England Tour Of India Ind Vs Eng 2021 Ashwin With ABP Live R Ashwin Cricket Career R Ashwin Interview