Emiliano Martinez: ভারতে আসার স্বপ্নপূরণ হল, কলকাতায় বললেন মেসির বিশ্বজয়ী দলের গোলকিপার
কাতারের মাটিতে আর্জেন্তিনার (Argentina) বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। ফাইনালে ফ্রান্সের ফুটবলারদের স্বপ্নভঙ্গ ঘটিয়েছিল তাঁর দুই হাত। বিশ্বকাপ (Football World Cup 2023) জিতে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছিল। আর গোল্ডেন গ্লাভস (Golden Gloves) পেয়েছিলেন তিনি। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার সেই এমিলিয়ানো মার্তিনেজ় (Emiliano Martinez) সোমবার বিকেলে পৌঁছে গেলেন কলকাতায়। তাঁকে দেখতে কলকাতা বিমানবন্দরে (Kolkata) উপচে পড়ল ভিড়।
Tags :
Argentina Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live LionelMessi ABP Ananda Bengali News EmilianoMartinez FootballNews