EXCLUSIVE: নতুন কুম্বলে! সামনে কোহলি থাকলেও নাম নিয়ে ভাবতে নারাজ বিষ্ণোই
Continues below advertisement
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে খেলার সময় তাঁকে দেখে রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'ভবিষ্যতের কুম্বলে'। সেই রবি বিষ্ণোই প্রথমবার খেলছেন আইপিএলে। আর কিংবদন্তি লেগস্পিনার কুম্বলেই কি না তাঁর কোচ! কী পরামর্শ দিচ্ছেন কুম্বলে, দ্রাবিড়ের কোন মন্ত্র মেনে চলেন ক্রিকেট মাঠে, বিরাট কোহলি-এ বি ডিভিলিয়ার্সদের মতো মহাতারকাদের বল করার সময় পরিকল্পনা কী থাকে - সংযুক্ত আরব আমিরশাহি থেকে এবিপি আনন্দকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে অকপট আইপিএলে সাড়া ফেলে দেওয়া কিংস ইলেভেন পঞ্জাবের লেগস্পিনার।
Continues below advertisement