Wriddhiman Saha: সুযোগ না পেলে সবারই খারাপ লাগে, পন্থের কাছে জায়গা হারিয়ে বলছেন ঋদ্ধি

Continues below advertisement

উইকেটের পিছনে অবিশ্বাস্য সমস্ত ক্যাচ নেন বলে তাঁর নামকরণই হয়ে গিয়েছে 'সুপারম্যান'। তাঁকে বিশ্বের সেরা উইকেটকিপার মনে করেন জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও। ৩৬ বছর বয়সেও দুরন্ত রিফ্লেক্স। কীভাবে সম্ভব? ঋষভ পন্থের কাছে টেস্ট দলের জায়গা হারিয়ে কি হতাশ? ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার পরেও দোষারোপ করেননি দলের কেউ, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কোন মন্ত্রে? উইকেটকিপার হিসবে ঋষভ পন্থকে কত নম্বর দেবেন? এবিপি লাইভকে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে জানালেন ঋদ্ধিমান সাহা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram