Alvito D'Cunha : আমি বিস্মিত, এআইএফএফ-এর নির্বাসন নিয়ে মন্তব্য অ্যালভিটো ডি’কুনহার
এআইএফএফকে নির্বাসিত করল ফিফা। এআইএফএফ-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই নির্বাসন:ফিফা। ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতে নির্ধারিত অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপও স্থগিত। আপাতত কোনও আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল। ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং ফের শূন্য থেকে শুরু হবে। কোনও ক্লাবই কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না। যে বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই সই করেছেন, তাঁরা অন্য কোনও দেশে খেলতে পারবেন না। "ভারতীয় ফুটবলের জন্য দুঃখের দিন। আমি বিস্মিত।" মন্তব্য প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি’কুনহার।
Tags :
ABP Ananda Fifa ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News Aifa