Sunil Chhetri। গোলের সংখ্যায় মেসি-রোনাল্ডোকে টক্কর, কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না, বলছেন সুনীল

Continues below advertisement

বৃহস্পতিবার আচমকাই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন কলকাতার জামাই সুনীল ছেত্রী (Sunil Chhetri Retirement)। ভারতের জাতীয় (Indian Football Team) দলের হয়ে ১৯ বছর ফুটবল খেলেছেন। করেছেন রেকর্ড সংখ্যক ৯৪ গোল। ভারতের জার্সিতে তো রেকর্ড বটেই। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চার নম্বরে রয়েছেন সুনীল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) (১২৮ গোল), আলি দাই (১০৮ গোল) ও লিওনেল মেসির (Lionel Messi) (১০৬ গোল) পরেই। সুনীল জানিয়েছেন, কুয়েতের বিরুদ্ধে ৬ জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামের ম্যাচই ভারতের জার্সিতে তাঁর শেষ ম্যাচ।

জামাইয়ের অবসরের দিন সুব্রত বলছেন, 'এটা হওয়ারই ছিল। সবাইকেই একদিন না একদিন সরে যেতে হয়। কেউই আজীবন খেলে যেতে পারে না। পেলে হোক বা দিয়েগো মারাদোনা, পিকে বন্দ্যোপাধ্যায় হোক বা চুনী গোস্বামী, সকলকেই একদিন না একদিন অবসর নিতে হয়েছে। সুনীলও অবসর নিল। এই সিদ্ধান্ত ওই সবচেয়ে ভাল নিতে পারত। ও নিশ্চয়ই বুঝেছে সরে যাওয়ার এটাই সেরা সময়।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram