IND VS PAK: ওভালের বদলা দুবাইয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাক বধ। শুরু উৎসব

ABP Ananda Live: আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাক-বধ। দুরন্ত সেঞ্চুরি বিরাটের, অর্ধশতরান শ্রেয়সের, ৪৬ রান গিলের। পাকিস্তানের ২৪১ রানের টার্গেট, ৪ উইকেট হারিয়ে হেলায় জয় রোহিত-ব্রিগেডের। ৪২ ওভার ৩ বলেই জয়ের লক্ষ্যমাত্রা পূরণ ভারতের। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রান বিরাট কোহলির। ১১১ বলে অপরাজিত শতরান বিরাটের। ভারতীয় দলের দুরন্ত জয়, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে 'ওপেন উইন্ডো' শিল্পী গোষ্ঠীর তরফে চিত্র প্রদর্শনী

কথায় বলে, শিল্প ও শিল্পীর কোনও সীমানা হয় না। শিল্প সৃষ্টির মূল উদ্দেশ্য মানুষের অভিজ্ঞতা, অনুভূতি, ও আবেগের প্রকাশ। যা সর্বজনীন এবং কোনও সীমানা দিয়ে বাঁধা নয়। শিল্পের চর্চাই যেখানে একমাত্র ধর্ম। সেই ধারণা থেকেই, শনিবার থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে 'ওপেন উইন্ডো' শিল্পী গোষ্ঠীর তরফে চিত্র প্রদর্শনী। নাম 'জিরো টু ইনফিনিটি'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola