T20 World Cup 2024: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জয় রোহিতদের। ABP Ananda Live

Continues below advertisement

২০১১-এর পর ফের বিশ্বজয়। ৭ রানে দ. আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জয় রোহিতদের (India win t20 world cup)। ব্যাটে বিরাট, বুমরাহ, হার্দিক, অর্শদীপের আগুনে বোলিং। জয়ের পরেই টি-২০ থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর। 

 শুরুতে কিছুটা চাপ তৈরি হলে, ২০ ওভারে ১৭৬ রান তুলতে সমর্থ হয় ভারত। যার জবাবে ব্যাট করতে নেমে ১৬৯ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়াল ভারত। বল হাতে শেষ ৪ ওভারে ভেল্কি দেখালেন জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হার্দিক পাণ্ড্যরা। 

এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙে টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যের। আনন্দে কেঁদে ফেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আরও একটা ফ্রেমবন্দি মুহূ্র্ত পড়ল ধরা। ম্যাচ শেষে তখন সাক্ষাৎকার দিচ্ছেন হার্দিক। সেইসময় রোহিত এগিয়ে এসে তাঁর গালে চুমু খেয়ে জয় উদযাপন করেন। যে মুহূর্ত ভারতীয় ক্রিকেট দলের অগুণিত ভক্ত মনে গেঁথে রাখবে সারাজীবন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram