Kohli on Pink Ball Test: গোলাপি বলে কী কী প্রতিবন্ধকতা সামলাতে হবে, এবিপি আনন্দের প্রশ্নে বললেন কোহলি

Continues below advertisement

চেন্নাইয়ে প্রথম টেস্টে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেই জিতে সমতা ফিরিয়েছে ভারত। এবার নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে গোলাপি বলে দিন-রাতের লড়াই। বুধবার থেকে শুরু হওয়া টেস্টে বিরাট কোহলিদের সামনে ফের জো রুটদের ইংল্যান্ড। ভারত জিতলেই সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ। তার আগে জোর কদমে প্রস্তুতি সেরে নিলেন বিরাট কোহলিরা। সিরিজে এই একটিমাত্র টেস্টই দিন-রাতের। গোলাপি বলে খেলা হবে। নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ খুব একটা খেলেনি ভারতীয় দল। এর আগে দেশের মাটিতে একবারই গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলেছেন কোহলিরা। ইডেন গার্ডেন্সে, বাংলাদেশের বিরুদ্ধে। লাল বলে পরপর দুটি টেস্ট ম্যাচ খেলার পর ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলা কতটা কঠিন? কী কী অ্যাডজাস্টমেন্ট করতে হয় ক্রিকেটারদের? মঙ্গলবার আমদাবাদ থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এবিপি আনন্দের প্রশ্নে কী জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram