
ICC Chapions Trophy 2025: নিউজিল্যান্ডকে হারিয়ে ৪ ইউকেটে জয় রোহিত ব্রিগেডের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মরুশহরে ভারতের রুদ্ধশ্বাস জয় । দুবাইতে ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া । নিউজিল্যান্ডকে হারিয়ে ৪ ইউকেটে জয় রোহিত ব্রিগেডের । ৮৩ বলে ৭৬ রান করেন রোহিত শর্মা, ৪৮ রান করেন শ্রেয়স
টু্র্নামেন্ট শুরুর আগে সম্ভাব্য দলেই ছিলেন না প্রথমে, দুবাইয়ে স্বপ্নপূরণের রাত বরুণ চক্রবর্তীর
ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ব্যাস, গৌতম গম্ভীর চেয়েছিলেন তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও খেলাতে। তবুও সম্ভাব্য দলে প্রথমে সুযোগ পাননি। যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে। আর বুমরার চোট পেয়ে ছিটকে যাওয়া কোথায় একটা বরুণ চক্রবর্তীর জন্য সুযোগ চলে আসে। কিউয়িদের বিরুদ্ধে লিগ ম্য়াচে পাঁচ উইকেট নেওয়াই হয়ত কেকেআর স্পিনারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে নিজেকে মেলে ধরার রাস্তা তৈরি করে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা তিনটি ম্য়াচ খেলে শেষ পর্যন্ত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য এখন বরুণ। খেলার শেষে স্বপ্নপূরণের আনন্দে চোখে জল বরুণের।