India Vs Pakistan T20 WC: 'অধিনায়কের চাপ ও দায়িত্ব অনেকটাই বেশি', মনে করেন কপিল দেব | Bangla News

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) আজ ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। কতটা চাপে থাকতে পারেন অধিনায়ক?সে প্রসঙ্গে কপিল দেব (Kapil Dev) বলেন, "অধিনায়কের দায়িত্ব খানিকটা হলেও বদলে যায়। খেলোয়াড়দের নিজেদের পারফরম্যান্স নিয়ে চিন্তা তো থাকেই। তবে অধিনায়কের নিজের খেলার চাপ এবং তাঁর টিম মেম্বারদের পারফরম্যান্স নিয়েও চিন্তা থাকে। ফলে অধিনায়কের দায়িত্ব অনেক বেড়ে যায়। কারণ একার দমে বিশ্বকাপ জেতা সম্ভব হয় না, পুরো দলকে একসঙ্গে নিয়ে চলতে হবে।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola