৪০ বছর পর IOC-র সেশনের আয়োজন করবে ভারত, বিশেষ বার্তা অভিনব বিন্দ্রা-নীতা অম্বানির
দেশের জন্য এক গর্বের মুহূর্ত। ৪০ বছর পর IOC-র সেশনের আয়োজন করবে ভারত। ২০২৩ সালে মুম্বইতে IOC অধিবেশনের আয়োজন করার ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতকে। দেশের এই গর্বের মুহূর্ত, জানান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) সদস্য নীতা অম্বানি। বিশেষ মুহূর্ত উপলক্ষে বার্তা দিয়েছেন অভিনব বিন্দ্রা, নরেন্দ্র বাত্রারাও।