T20 World Cup 2024: বিশ্বকাপ সেমিফাইনালের আগে ভারতকে শুভেচ্ছা জানালেন কপিল, দিলেন সতর্কবার্তাও | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সেমিফাইনালের আগে ভারতকে কপিল দেবের শুভেচ্ছা । দলের উন্নতির জন্য বোর্ডকে বাহবা কপিলের । খেতাব জয়ই দক্ষতার একমাত্র মাপকাঠি নয় । ব্যক্তিগত নয়,দলগত দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ । নিজের থেকে বুমরাকে এগিয়ে রাখলেন কপিল । দলগত পারফরম্যান্সই বিশ্বকাপ জেতায় । অধিনায়কের উপর বাড়তি গুরত্ব নয়

 

১৯৮৩ সালের বিশ্বজয়ী অধিনায়কের মতে বড় খেলোয়াড়রা দলে থাকবেনই, কিন্তু টুর্নামেন্ট জিততে দলগত পারফরম্যান্স দরকার। ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভরশীল হলেই ডুবতে হবে। পিটিআইকে একান্ত সাক্ষাৎকারে কপিল বলেন, 'শুধু রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য বা কুলদীপ যাদবকে নিয়ে কেন কথা হবে? দলের সকলেরই নির্দিষ্ট ভূমিকা রয়েছে। একজন এক আধটা ম্যাচ জেতাতে পারে। তবে টুর্নামেন্ট জিততে সকলের একসঙ্গে দলগতভাবে পারফর্ম করাটা আবশ্যক। আমাদের যদি বুমরা বা অর্শদীপের ওপর নির্ভর করতে হয়, তাহলেই বিপদ। আমরা হেরে যাব। দলকে নিয়ে কথা বলা হোক। তাহলেই আসল ছবিটা বোঝা যাবে। প্রধান প্রধান কয়েকজন ক্রিকেটার তো দলে থাকবেই। তবে বিশ্বকাপ জিততে সকলের ভাল খেলা দরকার।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola