আজ থেকে আমিরশাহিতে আইপিএল, ফাঁকা স্টেডিয়ামেই হবে ম্যাচ, কী কী পরিবর্তন?

বেশ কয়েকমাসের অনিশ্চয়তার অবসান। আজ সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। আইপিএলের ইতিহাসে দুই সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস একে অপরের মুখোমুখি হবে। দুটি দলই জয় দিয়ে অভিযান শুরু করতে চাইবে, এ কথা বলাই বাহুল্য। তবে কাজটা সহজ হবে না দুই দলের কাছেই।
এদিনের ম্যাচ হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে। সংযুক্ত আরব আমিরশাহীতে পিচ কেমন হবে, তা নিয়ে জল্পনা রয়েছে। আইপিএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার পুরো টুর্নামেন্টই ভারতের বাইরে হচ্ছে। এর আগে ২০০৯-এ লোকসভা নির্বাচনের কারণে আইপিএল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪-তে টুর্নামেন্টের প্রথম ভাগ খেলা হয়েছিল আমিরশাহিতেই। কারণ, ওই সময় দেশে লোকসভা নির্বাচন চলছিল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola