ABP Exclusive: বাটলারদের নিয়ে ভাবছেন না, পাওয়ার প্লে-তেই বিপক্ষকে ধাক্কা দিতে চান কেকেআরের তরুণ তুর্কি
Continues below advertisement
উমেশ যাদব-শার্দুল ঠাকুররা বল হাতে ছন্দে থাকলে গোটা আইপিএল হয়তো ডাগ আউটে বসেই কাটাতে হতো তাঁকে। কিন্তু ভারতীয় দলের পেসারদের ব্যর্থতা কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম একাদশের দরজা আচমকাই খুলে দেয় তাঁর সামনে। সুযোগের সদ্বব্যবহার করেছেন হর্ষিত রানা (Harshit Rana)। পাঞ্জাব কিংসকে তাঁর গতির আগুনে ছারখার করেছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগ করছেন নাইটদের নতুন আবিষ্কার। এবিপি লাইভের সঙ্গে খোলামেলা আড্ডায় দিল্লির ডানহাতি পেসার।
Continues below advertisement
Tags :
KKR Vs RR Kolkata Knight Riders Eden Gardens KKR Exclusive Interview ??????? IPL 2023 Harshit Rana