IPL2023: আইপিএলের মঞ্চে হ্যাটট্রিক করেছেন যে বোলাররা | ABP Ananda LIVE
IPL2023: আইপিএলে নাকি ব্যাটারদের স্বর্গরাজ্য। বোলারদের বেধরকম পিটুনি খেতে হয়। প্রচুর রান খরচ করতে হয়। কিন্তু ছবিটা কি সবসময় এক তরফাই থাকে? না। আইপিএল বোলারদের সবসময় খালি হাতে ফেরায় না। এই যেমন, আইপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করা বোলারের নাম লক্ষ্মীপতী বালাজি। তালিকায় আর কে কে?