আইপিএল ২০২০: কলকাতা বনাম পঞ্জাব: কোন কোন দিকে পাল্লা ভারী কেকেআর-এর, জানাচ্ছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। আবু ধাবিতে অ্যাডভান্টেজ কেকেআর।

কে এল রাহুল আর রাহুল ত্রিপাঠী, দু-পক্ষের দুই রাহুলের ব্যাট ঝলসে ওঠার অপেক্ষা। তবে, প্রীতি জিন্টার পঞ্জাব আর্মির থেকে বেশ কয়েক যোজন এগিয়ে থেকেই শনিবার ২২ গজের যুদ্ধে নামবে কিং খানের নাইটরা। প্রাথমিক ধাক্কা সামলে রাহুল ত্রিপাঠী, শুভমনদের হাত ধরে পয়েন্ট তালিকায় আপাতত চার নম্বরে নাইটরা। যদিও ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নের উত্তর মিলছে না। মর্গ্যানের মত ফর্মে থাকা বিস্ফোরক ব্যাটসম্যানকে কেন নারাইনের পরে নামতে হবে, ইংল্যান্ডের হয়ে চার নম্বরে নেমে তুখোড় পারফর্ম করা সত্ত্বেও কেকেআরে কেন চার নম্বর স্লটটি তাঁকে দেওয়া হবে না, সে প্রশ্ন রয়েই যাচ্ছে। বোলিংয়ে মাভি, নাগারকোটির পাশে দুর্দান্ত উত্থান বরুণ চক্রবর্তীরও। আর, এই ম্যাচে ফের নজর যাঁর দিকে, তিনি আন্দ্রে রাসেল। এই মরসুমে এখনও সেরা ফর্মে তাঁকে দেখা যায়নি। শনিবার ছবিটা বদলাবে কী?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram