IPL 2020: কলকাতা বনাম বেঙ্গালুরু: ব্যাটিং স্ট্র্যাটাজি কী হওয়া উচিত কেকেআর-এর, কী মত প্রাক্তন ক্রিকেটর রণদেব বসুর
Continues below advertisement
আজকের ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও কলকাতা। আজ বেঙ্গালুরুর দুর্ধর্ষ ব্যাটিংয়ের সামনে কলকাতার বোলিং স্ট্র্যাটেজি কি হবে? এই প্রসঙ্গে জানালেন প্রাক্তন ক্রিকেটর রণদেব বসু। পাশাপাশি কলকাতার ব্যাটিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিৎ জানতে চাওয়া হলে তিনি জানান, প্রথম তিনের মধ্যে থাকবে শুভমন গিল। তবে চার নম্বরে কে নামবে তার ওপর নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ।
Continues below advertisement