আইপিএল ২০২০: :KKR vs SRH: প্রথম ম্যাচে হারের পর আজ হায়দরাবাদের বিরুদ্ধে নাইটদের অ্যাসিড টেস্ট, পাল্লা ভারী কোন দিকে, কী বলছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়?

Continues below advertisement
প্রথম ম্যাচেই হার। শনিবার দু’দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই। আবু ধাবিতে হায়দরাবাদের মুখোমুখি নাইট রাইডার্স। রণকৌশলগত ত্রুটি কাটিয়ে কী ঘুরে দাঁড়াবে কার্তিকের কলকাতা? রাসেলকে ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন।

আবু ধাবিতে রোহিত-বিস্ফোরণে উড়ে গেছিল কার্তিক অ্যান্ড কোম্পানি। অন্যদিকে, চহ্বালের ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়েছিল ওয়ার্নার বাহিনী। কার্যত একই বিন্দু থেকে লড়াই শুরু করলেও শনিবারের ম্যাচে ফের নজরে থাকবে কার্তিকের অধিনায়কত্ব। গত দু মরসুমে দলের ভরাডুবির জন্য যাঁর নেতৃত্বকে দায়ী করেছেন অনেকেই। মুম্বই ম্যাচে হারের পর অনেকেই বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেননি। শনিবার তাঁর রণকৌশল কী থাকে, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি, পাওয়ার হিটার আন্দ্রে রাসেলকে কেন উপরের দিকে তুলে আনা হচ্ছে না, ফের মাথাচাড়া দিয়েছে সেই প্রশ্নও।

শনিবার ওয়ার্নার-বেয়ারস্টো, মণীশ পাণ্ডেদের আটকাতে বোলিং স্ট্র্যাটেজি কী হয়, তা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। তবে, ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, সুনীল নারাইনকে দ্রুত আক্রমণে না আনলে নাইট বাহিনীর কপালে কিন্তু ফের দুঃখ লেখা আছে। হায়দরাবাদের মিডল অর্ডার অবশ্য খুব একটা শক্তিশালী নয়। তবে, মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিংয়ের কঙ্কাল যেভাবে বেড়িয়ে পড়েছে, তারপর শনিবার তারা ব্যাটিং অর্ডার কীভাবে সাজাবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। আর, সবচেয়ে বড় ধোঁয়াশা যাঁকে ঘিরে, তিনি দীনেশ কার্তিক। শনিবারও দল যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্নটা কি উঠেই যাবে?
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram