KKR IPL 2024 Champion: কাটল দশ বছরের খরা, IPL ২০২৪-এর ট্রফি ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স | ABP Ananda LIVE
চিপক স্টেডিয়াম। পোশাকি নাম, এম এ চিদম্বরম স্টেডিয়াম। আইপিএলে যে মাঠে একটাই নামের জয়ধ্বনি ওঠে। মহেন্দ্র সিংহ ধোনি। কিংবদন্তিকে যে শহর ভালবেসে, শ্রদ্ধায় ডাকে থালা বলে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকলে হলুদ জার্সির ঝড় ওঠে। হুইসল পোড়ুর ঠেলায় কান পাতা দায় হয়ে যায়, এতটাই একচেটিয়া দাপট থাকে সিএসকে সমর্থকদের।
রবিবার আইপিএল ফাইনালের ত্রিসীমানায় ছিল না সিএসকে। তবু চিপক ভরে গিয়েছিল কানায় কানায়। যদিও উপচে পড়া গ্যালারি হয়তো কল্পনাও করতে পারেনি যে, এত একপেশে এক ফাইনালের সাক্ষী থাকতে হবে। যেখানে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৩ বল বাকি থাকতে ১১৩ রানে অল আউট হয়ে যাবে। আর হাসতে হাসতে ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে তৃতীয় আইপিএল ট্রফি ঘরে তুলবে কলকাতা নাইট রাইডার্স।
কাটল নাইটদের দশ বছরের ট্রফি খরা। যে মাঠে ১২ বছর আগে গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথমবার আইপিএল জেতার স্বাদ পেয়েছিল কেকেআর, সেই মাঠেই এল তৃতীয় খেতাব। সেই গম্ভীর এখন নাইটদের মেন্টর। আর দায়িত্ব নিয়েই দলকে তৃতীয় ট্রফি দিলেন গুরু গম্ভীর। চিপকে ম্যাচ এতটাই একপেশে হয়ে পড়ল যে, প্রথমার্ধেই লেখা হয়ে গেল দেওয়াল। ২০১৪ সালে শেষ যেবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের ঋদ্ধিমান সাহা করেছিলেন ১১৫ রান। এদিন সানরাইজার্স হায়দরাবাদ গোটা দল মিলে তুলল ১১৩!