IPL 2024। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাঁকে অপছন্দ করেন? স্ট্রাইক রেট কম মানে কি টি-২০-তে অচল? Exclusive

Continues below advertisement

আইসিসি (ICC) টুর্নামেন্টে তিনি ব্যাট হাতে নামা মানে যেন ভারতের কাছে মূর্তিমান আতঙ্ক। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজাদের পিটিয়ে ১৬৩ রানে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। হয়েছিলেন ম্যাচের সেরা। ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ফের কাঁটা তিনিই। ১২০ বলে ১৩৭ রানের ইনিংসে যশপ্রীত বুমরা, শামি, সিরাজদের বিধ্বস্ত করে ছেড়েছিলেন। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখানো রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার অশ্বমেধ হ্যাঁচকা টানে মাটিতে নামিয়ে এনেছিলেন। অস্ট্রেলিয়াকে করেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন। ফের ম্যাচের নায়ক তিনিই। ট্র্যাভিস হেড (Travis Head)। আইপিএলে (IPL 2024) খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (KKR vs RCB) বিরুদ্ধে ৪১ বলে ১০২ রানের ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছেন। নিজামের শহরে এখন বন্দিত হচ্ছেন অজ়ি তারকা ব্যাটার। এবিপি লাইভের সঙ্গে খোলামেলা আড্ডায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram