IPL 2024: বিধ্বংসী ফর্মে আইপিএল মাতাচ্ছেন তরুণ ত্রয়ী, বিশ্বকাপে জাতীয় দলে ডাক পাবেন পরাগরা?

Continues below advertisement

Indian Premier League: আইপিএলের (IPL 2024) মন্ত্রই হল 'Where talent meets opportunity' অর্থাৎ যেখানে প্রতিভাবানরা নিজেদের মেলে ধরার সুযোগ পান। প্রতি বছরই মেগা টুর্নামেন্টের মঞ্চে বেশ কিছু অখ্যাত ক্রিকেটার নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেটবিশ্বের নজর কাড়েন। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), যশপ্রীত বুমরারা তো আইপিএলের (Indian Premier League) সুবাদেই প্রাথমিকভাবে খ্যাতি পেয়েছিলেন। এ বছরও কিন্তু বেশ কিছু তরুণ ক্রিকেটার নিজেদের পারফরম্যান্সে আইপিএলের মঞ্চে শোরগোল ফেলে দিয়েছেন। বিধ্বংসী ফর্মে আইপিএল মাতাচ্ছেন তরুণ ত্রয়ী, বিশ্বকাপে জাতীয় দলে ডাক পাবেন পরাগরা? ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram