IPL Exclusive: কাঁটা উইকেটকিপার ও চেন্নাইয়ের বিরুদ্ধে রেকর্ড, তবু এগিয়ে কেকেআর?

Continues below advertisement

অপেক্ষার অবসান। শুরু হতে চলেছে আইপিএলের (IPL) পনেরোতম সংস্করণ। প্রথম ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস (KKR vs CSK)। যে দুই দল গতবার আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হচ্ছে স্যাম বিলিংসের। উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন তিনিই। প্রথম একাদশে রয়েছেন শেলডন জ্যাকসনও। তিনিও উইকেটকিপার।

কিন্তু দুজনই অনিয়মিত উইকেটকিপার। যা দেখে কারও কারও মনে হচ্ছে, অনিয়মিত উইকেটকিপার নিয়ে গোটা একটা টুর্নামেন্ট খেললে সমস্যায় পড়বে না তো কেকেআর?

প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতে, উইকেটকিপার কেকেআরের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। এবিপি লাইভকে বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক বলছেন, 'কেকেআরকে ভোগাবে উইকেটকিপিং। দলে যে দু’জন উইকেটকিপারকে নেওয়া হয়েছে, সেই শেলডন জ্যাকসন ও স্যাম বিলিংস, দুজনই পার্টটাইম উইকেটকিপার। জ্যাকসন ঘরোয়া ক্রিকেটেও সৌরাষ্ট্রের হয়ে নিয়মিত কিপিং করে না। বিলিংসকেও ইংল্যান্ড নিয়মিত উইকেটকিপার হিসাবে খেলায় না। তাই এই জায়গাটায় পিছিয়ে থাকবে কেকেআর।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram