IPL: সময় পেলেই খেলোয়াড়দের রেঁধে খাওয়ান গুজরাতের মেন্টর Gary Kristen।Bangla News

Continues below advertisement

আইপিএল-এ দূরন্ত ছন্দে রয়েছে গুজরাত টাইটান্স। লিগ টেবিলের শীর্ষে রয়েছেন হার্দিকরা। কিন্তু জানেন কি ম্যাচের ফাঁকে সুযোগ পেলে কি করেন গুজরাতের ব্যাটিং কোচ ও মেন্টর গ্যারি কাস্টেন? অবসর টাইমে এক্কেবারে পাকা রাঁধুনি গুজরাতের মেন্টর। ভালোবাসেন দলের খেলোয়াড়দের রেঁধে খাওয়াতে। রান্নার সেই ভিডিওই প্রকাশ করেছে গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ। রান্নার ফাঁকে একবার কাঁচা বাদাম নিয়েও চর্চা করতে দেখা গ্যারিকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram