Mahendra Singh Dhoni: ইডেনে কি চেন্নাইয়ের জার্সিতেও শেষবার নামছেন মহেন্দ্র সিংহ ধোনি? ABP Ananda Live
জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন আগেই। এবার ইডেনে কি চেন্নাইয়ের জার্সিতেও শেষবার নামছেন মহেন্দ্র সিংহ ধোনি? কয়েক দিন আগেই উস্কে দিয়েছেন অবসর জল্পনা। আর কিছুক্ষণ পরেই সেই মাহেন্দ্রক্ষণ। ক্রিকেটের নন্দনকাননে আইপিএলের ম্যাচ খেলতে নামবেন এমএসডি। হয়তো শেষবারের জন্য। আজ কেকেআর বনাম চেন্নাই ম্যাচ হলেও ইডেন গার্ডেন্স এদিন কিন্তু পুরোপুরি চলে যাবে মাহির দখলে। মাহি-ম্যানিয়ায় আক্রান্ত কলকাতা।