Mohunbagan : মোহনবাগান লেনে ১৯১১ সালের শিল্ড জয়ীদের মূর্তিতে মাল্য়দান করে পালন করা হল মোহনবাগান দিবস
Continues below advertisement
মোহনবাগান লেনে ১৯১১ সালের শিল্ড জয়ীদের মূর্তিতে মাল্য়দান করে পালন করা হল মোহনবাগান দিবস। উপস্থিত ছিলেন সবুজ মেরুণ সচিব দেবাশিস দত্ত ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। রবিবার মোহনবাগান দিবসের অনুষ্ঠান থেকে প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের হাতে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে।
Continues below advertisement