বোর্ডের বার্ষিক চুক্তি-তালিকায় নেই ধোনি, বাড়ল অবসর-জল্পনা
ধোনির অবসর জল্পনা বাড়িয়ে দিল বোর্ডের বার্ষিক চুক্তির-তালিকা। ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। এই প্রথমবার বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে, কি আইপিএল খেলেই বিদায় জানাবেন ক্রিকেটকে? প্রশ্ন বিভিন্ন মহলে। অন্য দিকে বাংলার 2 ক্রিকেটার মহম্মদ সামি ও ঋদ্ধিমান সাহা রয়েছেন বোর্ডের বার্ষিক চুক্তিতে। এ-গ্রেডে সামি ও বি-গ্রেডে ঋদ্ধি।