Women Boxing: মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে একদিনে জোড়া সোনা ভারতের | ABP Ananda LIVE

Continues below advertisement

Women Boxing: মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Women's Boxing Championship) একদিনে জোড়া সোনা (Gold) ভারতের। ৫০ কেজি বিভাগে পরপর দু'বার সোনা জয় নিখাত জারিনের (Nikhat Zareen)। মেরি কমের পর নিখাত জারিন, দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে একাধিকবার বিশ্বসেরা। ফাইনালে ভিয়েতনামের (Viatnam) প্রতিদ্বন্দ্বীকে ৫-০ ব্যবধানে হারিয়ে জয় নিখাত জারিনের। বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ সোনা ভারতের। ৭৫ কেজি বিভাগে সোনা জয় লাভলিনার (Lovlina Borgohain)। অস্ট্রেলিয়ার (Australia) প্রতিপক্ষকে ৫-২ ব্যবধানে হারালেন লাভলিনা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram