ODI World Cup। মিটে গেল কোহলি-নবীনের ঝামেলা? আম-কাণ্ডের পর প্রথম আলিঙ্গন। ABP Ananda Live

Continues below advertisement

আইপিএলের (IPL) সময় তাঁদের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মাঠে সৌজন্য দেখানোর পথেও হাঁটেননি। ম্যাচের শেষে যখন করমর্দন করছিলেন দুই দলের ক্রিকেটারেরা, তখন উল্টো পথে হাঁটতে শুরু করেছিলেন তাঁরা। বিরাট কোহলি (Virat Kohli) ও নবীন উল হক (Naven Ul Haq)। একসময় মাঠে যাঁদের হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। মুখ দেখাদেখি বন্ধ। শেষ পর্যন্ত কি সন্ধি হল দুই তারকার? ভারত-আফগানিস্তান (Ind vs Afg) ম্যাচের শেষে করমর্দন করেছেন কোহলি ও নবীন। আলিঙ্গনও করেছেন। যা দেখে অনেকের মনে হয়েছে, সংঘাতে হয়তো ইতি টানার চেষ্টা দু তরফেই। কেউ কেউ বলছেন, ম্যাচ একপেশে হওয়ায় কোহলি-নবীন সংঘাত মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram