Vinesh Phogat: CAS-এ রায়দানের আগেই কুস্তি থেকে অবসর ঘোষণা বিনেশের। ABP Ananda Live

Paris Olympics 2024: কিন্তু সকালবেলা এক্স হ্যান্ডেলের একটা পোস্টে যেন সমস্ত আশা নিভে গেল এক মুহূর্তে। এক্স হ্যান্ডলে বিনেশ ভারতীয় সময় ভোর পাঁচটা নাগাদ ট্যুইট করেন, 'মা কুস্তি জিতে গিয়েছে। আমি হেরে গিয়েছি। ক্ষমা করে দিও, তোমার স্বপ্ন, আমার মনোবল সব ভেঙে গিয়েছে। এর থেকে বেশি ক্ষমতা আর নেই আমার। বিদায় কুস্তি - ২০০১-২০২৪। আপনাদের কাছে চিরকাল ঋণী থাকব। ক্ষমা চাইছি।' পোস্ট জোড়া হতাশা, ক্ষমার আর্তি। গতবছর যন্তর মন্তরের সামনে যিনি বুক চিতিয়ে লড়াই করেছিলেন, সেই বিনেশ কি অলিম্পিক্সের আসরের থেকে ছিটকে যাওয়ার ধাক্কা মেনেই নিতে পারলেন না? অপেক্ষা করতে পারলেন না আজকের রায়ের জন্য়ও? বিনেশের কাছে প্রশ্ন রয়ে গেল গোটা দেশের।  ৬ অগাস্ট পর পর ৩টি ম্যাচ খেলে, অলিম্পিক্সের আসরে ভারতের জন্য রুপো জয় নিশ্চিত করেছিলেন বিনেশ। ৭ অগাস্ট ছিল কথা ছিল, সোনা জয়ের লক্ষ্যে কুস্তির আসরে নামবেন বিনেশ। অপেক্ষার প্রহর গুনছিল দেশ। কিন্তু ছন্দপতন। প্রতিযোগীতার দিন সকালে, মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ার ফলে, প্রতিযোগীতা থেকেই বাদ হয়ে যান বিনেশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola