Hockey, India Wins Bronze: 'আশা করব ভারত তার পুরনো গৌরব ফিরে পাবে', হকিতে ব্রোঞ্জজয় নিয়ে প্রতিক্রিয়া গুরবক্স সিংহের

Continues below advertisement

অলিম্পিক্সে ভারতের পঞ্চম পদক। হকিতে ব্রোঞ্জ জয় পুরুষ হকি দলের। ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক ভারতের। জার্মানিকে হারাল ৫-৪ গোলে। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক ভারতের। সিমরনজিতের জোড়া গোল। একটি করে গোল করেন হার্দিক সিংহ, রুপিন্দর পাল সিংহ, হরমনপ্রীত।

এই নিয়ে অলিম্পিক্সে পদক জয়ী দলের সদস্য গুরুবক্স সিং বলেন, "এর থেকে বেশি খুশির খবর আর কিছু হতে পারে না। ভারতের জাতীয় খেলা হকি। যদিও এখন অনেকেই সেটা ভুলে গিয়েছেন। ছেলে-মেয়েরা যেভাবে খেলে দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। খুবই দুর্দান্ত খবর। আমি আশা করব ভারত আবার তার পুরনো হকির গৌরব ফিরে পাবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram