Manu Bhaker: 'আশা করছি ভবিষ্যতে আরও পদক আসবে', বললেন মনু ভাকের। ABP Ananda Live

Paris Olympic 2024: টোকিওর ব্যর্থতা ভোলাল প্যারিস। অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন মনু ভাকর। প্রথম মহিলা হিসেবে শ্যুটিংয়ে জিতলেন পদক। জয় দিয়ে শুরু পিভি সিন্ধুর।

প্রথম কোনও ভারতীয় মহিলা শ্যুটার অলিম্পিক্সে পদক জিতলেন। সঙ্গে সঙ্গে চলতি অলিম্পিক্সে শুরু হয়ে গেল ভারতের সাফল্যের দৌড়। মেয়ের এই ঐতিহাসিক সাফল্যের পর স্বভাবতই উচ্ছ্বসিত মনু ভাকরের পরিবার। মেয়ে এবার হাসিখুশিতে বাড়ি ফিরুক, এমনই চাইছেন তাঁর বাবা-মা। এদিন এয়ার পিস্তল মহিলা বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতে নেন মনু।

মেয়ের সাফল্য নিয়ে সংবাদ সংস্থা ANI-কে মা সুমেধা ভাকর বলেন, "টোকিও অলিম্পিক্সের পর মেয়ে এই অলিম্পিক্সের জন্য প্রশিক্ষণ শুরু করে। আমি এই ব্যাপারটা নিশ্চিত করেছিলাম যাতে ও যথাযথ খাবার পায়। যাতে প্রশিক্ষণ নিতে পারে। আমার মেয়ে এবং প্যারিস অলিম্পিক্সে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটরা অনেক প্রচেষ্টা করেছেন। আমি প্রার্থনা করি, ওঁরা সকলে যেন হাসিখুশিতে বাড়ি ফেরেন। মনুর প্রথম বাড়ি শ্যুটিং রেঞ্জ। ও শুধু ঘুমাতে আসত বাড়িতে। ঘণ্টার পর ঘণ্টা প্র্যাক্টিস করত।"

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola