Paris Olympics: শ্যুটিংয়ে অলিম্পিক্সে জিতেছেন জোড়া পদক। বুধবার সকালে দেশে ফিরলেন শ্যুটার মনু ভাকের

Continues below advertisement

ABP Ananda LIVE: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) ইতিহাস গড়েছেন মনু ভাকের (manu bhaker)। স্বাধীনতার পর দেশের প্রথম অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে জিতেছেন জোড়া পদক। শ্যুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতে ভারতকে উপহার দিয়েছেন গর্বের মুহূর্ত।  । দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে পা রাখামাত্র মনুকে ঘিরে উৎসব। ফুল-মালায় পদকজয়ীকে বরণ, চলল মনু ভাকেরের নামে জয়োধ্বনি। এখন থেকেই পরের অলিম্পিক্সকে পাখির চোখ করছেন মনু।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক চলছে ঢাকার বঙ্গভবনে। রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা-শাসন চাইছেন না অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চাইছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। মহম্মদ ইউনুসও আন্দোলনকারী প্রস্তাবে সম্মতি দিয়েছেন । আরও খবর, দিল্লিতে আজ বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক। সকাল ১০টায় সংসদে অ্যানেক্স ভবনে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী। গোটা পরিস্থিতি ব্যাখ্যা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ছেড়ে ভারতে এসে গাজিয়াবাদের সেফ হাউসে শেখ হাসিনা। জরুরি বৈঠকে অমিত শাহ-অজিত দোভাল। বাংলাদেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারত? মালদার ইংরেজবাজারের মহদিপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গতকালের পর আজও বন্ধ আমদানি-রফতানি। তবে ওপার থেকে এপারে আসছেন বাংলাদেশি নাগরিকরা। মহদিপুর সীমান্ত এলাকাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে BSF। এখনও প্রায় চল্লিশ জন ট্রাক চালক বাংলাদেশে আটকে রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram