Paris Olympics 2024: অলিম্পিক্স শ্যুটিংয়ে ফের দুর্ধর্ষ পারফরম্যান্স ভারতের, ব্রোঞ্জ জয় স্বপ্নিলের

Olympics 2024: অলিম্পিক্স শ্যুটিংয়ে ফের দুর্ধর্ষ পারফরম্যান্স ভারতের। শ্যুটিং থেকে এদিন এল তৃতীয় পদক। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ জয় স্বপ্নিল কুসালের। অলিম্পিক্স অভিষেকেই পদক-জয় স্বপ্নিলের। প্রথমে পিছিয়ে পড়লেও শেষ রাউন্ডে দুর্দান্ত কামব্যাক করেন তিনি। ৪৫১.৪ পয়েন্ট স্কোর করে দখল করে নেন তৃতীয় স্থান। জন্ম পুণের প্রত্যন্ত এক গ্রামে। মা পঞ্চায়েত প্রধান। মহেন্দ্র সিংহ ধোনির মতই টিকিট কালেক্টরের চাকরি করেন স্বপ্নিল। মাহিই তাঁর অনুপ্রেরণা। 'আমি নিজেই উচ্ছ্বাস সামলাতে পারছি না। একেবারে অপ্রত্যাশিত ছিল', প্রতিক্রিয়া অলিম্পিয়ান রাহুল বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee)।

আরও খবর 

দিলীপ ঘোষের জন্মদিন পালন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। ফোন করে দিলীপ ঘোষকে বিধানসভায় আসতে অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় পৌঁছলে নিজের হাতে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু। দিলীপ ঘোষের জন্য কেক কাটেন শুভেন্দু, কেক খাইয়ে দেন দিলীপকে।শুভেন্দুকেও কেক খাইয়ে দেন  দিলীপ। রাজ্য বিজেপিতে কি নতুন অঙ্কের সূচনা? শুরু জল্পনা। 'বিজেপি কখনও বাংলাভাগের কথা বলেনি', দাবি দিলীপের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola