Vinesh Phogat: ফুল, মিষ্টি দিয়ে বরণ থেকে রেড শো, দেশে ফিরে রাজকীয় অভ্যর্থনায় ভাসলেন বিনেশ ফোগত

Continues below advertisement

Paris Olympics 2024: বিনেশকে (Vinesh Phogat) রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় দিল্লি বিমানবন্দরে। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়াও। রাজধানীতে বিনেশকে স্বাগত জানানোর উদ্দেশ্যে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা দীপেন্দর সিংহ হুডাও। বিনেশকে নিয়ে রোড শোও করা হয়। দেশে ফিরে দেশবাসীর ভালবাসায় আপ্লুত এবং আবেগঘন বিনেশ। তিনি বলেন, 'আমার দেশবাসী আমায় যে ভালবাসা ও সম্মান দিয়েছেন, তার জন্য আমি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ।' বিনেশ ইন্দিরা গাঁধী বিমানবন্দর থেকে বেরোতেই তাঁকে ফুল, মালা দিয়ে স্বাগত জানানো হয়। রোড শোও করেন ২৯ বছর বয়সি তারকা কুস্তিগীর। তাঁর মা প্রেমলতা তো জানিয়েই দেন স্বর্ণপদকজয়ীদের থেকেও বিনেশকে বেশি সম্মান দিয়েছে দেশবাসী। তিনি বলেন, 'আমাদের গ্রাম এবং আশপাশ থেকে সকলেই ওকে স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছে। আমরা ওকে সম্মান জানাব। আমার জন্য ও তো চ্যাম্পিয়নই।' ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram