Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিক্সে করোনার হানা, আক্রান্ত ১
টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) করোনার (Covid) কাঁটা। অলিম্পিক্স শুরুর ৬ দিন আগে গেমস ভিলেজে করোনার হানা। পরীক্ষার সময় করোনা সংক্রমণের খবরে বাড়ছে উদ্বেগ। এই গেমস ভিলেজেই আপাতত থাকবেন সমস্ত প্রতিযোগী এবং তাঁদের কোচরা। এখানে একজন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। টোকিয়োর তরফে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে কে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর নাম এখনো উল্লেখ করা হয়নি। তবে ওই করোনা আক্রান্তক ভিলেজের ভিতরে থাকা আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। অলিম্পিক্সের মতো এই মেগা ইভেন্টের আগে ১ সপ্তাহের মধ্যেই এই ধরণের খবরে ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা।
Tags :
Corona ABP Ananda Japan Tokyo COVID ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Sports News Tokyo Olympics COVID Update 17 July News Bengali News