Paris Olympic: অলিম্পিক্সে ঐতিহাসিক ব্রোঞ্জ। প্যারিসে ফের মনুর লক্ষ্যভেদ, কী বললেন তিনি?

Continues below advertisement

ABP Ananda LIVE: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ব্যক্তিগত ইভেন্টে আগেই পদক জিতেছিলেন। হাতছানি ছিল স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে একাধিক পদক জেতার। ঠিক সেটাই করে দেখালেন মনু ভাকের (Manu Bhaker)। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিমে সরবজ্যোৎ সিংহের সঙ্গে মিলে জিতে নিলেন ভারতের এবারের দ্বিতীয় ব্রোঞ্জ পদক।

একদিকে আজকে পদক জিতে যেখানে মনুর সামনে ইতিহাস গড়ার হাতছানি ছিল, তেমনই সরবজ্যোৎ-র কাছে আজকের ম্যাচ ছিল নিজেকে প্রমাণ করার লড়াই। শনিবারই পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন সরবজ্যোৎ সিংহ (Sarabjot Singh)। তবে তিনি ফাইনালে পৌঁছতে পারেননি। ৫৭৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করেন তরুণ শ্যুটার। তাই এটা অম্বালার শ্যুটারের কাছে এবারের অলিম্পিক্সে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ ছিল। সেই সুযোগ হাতছাড়া করলেন না তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram