Paris Olympics 2024: যদি কিছু কমতি থাকে সেটা বদলানোর চেষ্টা করব: নীরজ

Continues below advertisement

ABP Ananda Live: যদি কিছু কমতি থাকে সেটা বদলানোর চেষ্টা করব: নীরজ। প্যারিসে (Paris) সোনা হাতছাড়া নীরজের। ৯২ মিটার পার করে জ্যাভলিনে সোনা পাকিস্তানের আরশাদ নাদিমের। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। একমাত্র যাকে ঘিরে সোনার স্বপ্ন ছিল, তিনিই পারলেন না। টোকিওর পুনরাবৃত্তি হল না প্যারিসে। সোনা পেলেন না নীরজ চোপড়া। শেষ করলেন রুপোতে। পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হার মানেন। নীরজের হাত ধরে পঞ্চম পদক জিতল ভারত। চারটে ব্রোঞ্জের পর প্রথম রুপো। কিন্তু নীরজের ওপর যা প্রত্যাশা ছিল, তাঁর সোনা মিস হওয়া হারের সমতুল্য। ভারত-পাকিস্তান লড়াইয়ে জয়ী পাকিস্তান। তবে অলিম্পিকে জোড়া পদক জিতে সুশীল কুমার, পিভি সিন্ধু, মানু ভাকেরের তালিকায় প্রবেশ করলেন নীরজ চোপড়া।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram