Vinesh Phogat: ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ডিসকোয়ালিফাই করা হল বিনেশকে | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: স্বপ্নভঙ্গ বিনেশের, শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন বিনেশ ফোগত। ওজন বেশি হওয়ায় ফাইনাল থেকে ছিটকে গেলেন বিনেশ। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ডিসকোয়ালিফাই করা হল বিনেশকে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ৫০ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ফোগত। পদকজয় সুনিশ্চিত ছিল। আশা ছিল সোনার। কিন্তু প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে বাতিল হয়ে স্বপ্নভঙ্গ হল বিনেশ ফোগতের (Vinesh Phogat)। এই গোটা ঘটনায় আপামর দেশবাসীই চূড়ান্ত হতাশ। হতাশা প্রকাশ করে বিনেশের পাশে দাঁড়িয়েছেন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। বিনেশকে বাতিল করা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করা হয়েছে বলে জানান ভারতীয় অলিম্পিক্স ফেডারেশনের সভাপতি পিটি ঊষা (PT Usha)। পাশাপাশি তারকা কুস্তিগীরের শারীরিক অবস্থার আপডেট দিলেন প্যারিসে ভারতীয় দলের ডাক্তার দিনশাও পার্দিওলা (Dr Dinshaw Pardiwala)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram