Australian Open Exclusive: জকোভিচ না খেললে সবচেয়ে খুশি হবেন নাদাল, বলছেন লিয়েন্ডারের সতীর্থ
বছরের প্রথম গ্র্য়ান্ড স্ল্যাম। অথচ অস্ট্রেলীয় ওপেন (Australia Open) শুরু হওয়ার আগে কোর্টের বাইরের ঘটনা নিয়েই বেশি সরগরম টেনিস দুনিয়া। যার কেন্দ্রে নোভাক জকোভিচ (Novak Djokovic)।
অস্ট্রেলিয়ায় গিয়ে যিনি কোভিড বিধি ভঙ্গ করেছেন বলে গুরুতর অভিযোগ। করোনার টিকা নেননি। অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরে ভুল তথ্য দেওয়ার কথাও ঘুরিয়ে স্বীকার করেছেন। সব মিলিয়ে জকোভিচের অস্ট্রেলীয় ওপেনে খেলা নিয়েও সংশয়ের মেঘ রয়েছে।
জকোভিচ শেষ পর্যন্ত খেলতে না পারলে? 'নোভাক না খেললে সবচেয়ে বেশি খুশি হবে রাফা (Rafael Nadal)। কারণ তাতে ওর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়বে,' বলছিলেন পূরব রাজা। ভারতের টেনিস তারকা অস্ট্রেলীয় ওপেনের সম্প্রচারকারী চ্যানেলে বিশেষজ্ঞ হিসাবে থাকবেন। এবিপি লাইভকে বললেন, 'নোভাক জকোভিচ সাফ ফেভারিট। শেষ পর্যন্ত ও যদি খেলতে পারে, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তারপর রাখব রাফায়েল নাদালকে। অতীতে অস্ট্রেলীয় ওপেন জিতেছে। ২০ গ্র্যান্ড স্ল্যাম রয়েছে ওর সাফল্যের ঝুলিতে। আর নোভাক খেলতে না পারলে রাফাকে আটকে রাখা মুশকিল।' যোগ করলেন, 'এছাড়া চিচিপাস (Stefanos Tsitsipas), জেরেভ (Alexander Zverev) ও মেদভেদও (Daniil Medvedev) চ্যাম্পিয়ন হতে পারে। সাম্প্রতিককালে দারুণ ছন্দে রয়েছে এই তরুণ ত্রয়ী। ওদের প্রাপ্য মর্যাদা দিতে হবে। তবে আবার বলছি, খেলতে পারলে জকোভিচই ফেভারিট।'