Praggnanandhaa: বয়স মাত্র ১৮, মনে বিশ্বজয়ের স্পর্ধা! দেখে মুগ্ধ প্রধানমন্ত্রীও। কলকাতায় প্রজ্ঞাননন্দ
দাবা বিশ্বকাপের (Chess World Cup) ফাইনালে উঠে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে দুরন্ত লড়াই করে শেষে টাইব্রেকারে পরাস্ত হন। ভারতের বিস্ময় দাবাড়ু সেই আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa) এখন কলকাতায়। টাটা স্টিল দাবায় অংশ নিতে এসেছেন। মায়ের হাতের রান্না থেকে শুরু করে (PM Narendra Modi) মোদি-সাক্ষাৎ, সব প্রশ্নেই অকপট ১৮ বছরের দাবাড়ু।
Tags :
Sports Sports News Pm Modi ABP Ananda Chess Praggnanandhaa Chess Game Chess World Cup 2023 Chess World Championship Magnuscarlsen Ananda Exclusive